আমি যে মারা যাচ্ছি,
তীব্র মাথা-ধরা কি যন্ত্রণাই নাহ দিচ্ছে আমায়।
এই মস্তিষ্ক, এই ধ্রুব কুটিল অঙ্গ ভেবে না ভেবে-
সংশয়-বিষ্ময়ে কেবল ঘটিয়েছে রাসায়নিক নিঃসরণ।


প্রিয়তমা,
লক্ষ্মীটি আমার,
আমি ভালোবেসেছি তোমায়,
সভ্যতার এই শেষ সময়ে-
বনি আদমের বিপরীতে আঁধার-মিনারের হাওয়া!
আমার এই উজ্জ্বল স্বীকারোক্তি
তুমি তার কতটুকই বা স্বীকার করো?

রবিবার,
১২ চৈত্র ১৪২৯ | ২৬ মার্চ ২০২৩
নারায়ণগঞ্জ।