একটা ধান শালিক উড়ে এসে বসলো
মধ্য দুপুরে; পাথর বাঁধা ঘাটের উপরে।
চোখে মুখে তার ভীষণ উল্লাস,
ঠোঁটে তার উচ্ছ্বাসের সুর।
ঘাটের পানিতে তার ছায়া পড়ে,
ধূসর রঙের ঢেউ তোলা ছায়া।
ছায়ার উপরে ডুমুরের পাতা পড়ে-
খানিক ঢেকে যায় ছায়া।
মাথার উপরে ডুমুরের ডালে চেয়ে-
আবার সুর ওঠে তার ঠোঁটে।
প্রিয়তমা তার ফিরে এসেছে,
তুমুল বৃষ্টির পর; শ্রাবণের দুপুরে।
৩১ শ্রাবণ ১৪২৮ / ১৫ আগস্ট ২০২১ / রবিবার
নারায়ণগঞ্জ