বৈশাখের ঝড়ো বাতাসের দিনে,
পৃথিবীর বুকে এসেছে এক অতিথি।
যে কাব্যের বনিক-গদ্যের সওদাগর!
সাহিত্যের প্রাণে জমিদার হবে বলে,
তুমি জাগতিক দুয়ারে এলে।
খনিকের জন্য।-কিছু সৃষ্টি।
তুমি বালু চরের কবি,
তুমি দখিনা দুয়ারের কবি,
তোমার বরনে মাতোয়ারা সবি।
বঙ্গ সাহিত্যের সূর্য উঠেছে,
জোড়াসাঁকোর জমিদার পরিবারে।
স্নিগ্ধ-শীতল গগনে গরজের দিনে,
ধরনীর বুকে তুমি এলে মুখ তুলে।
তুমি অপরাজিতা বুকের পাঁজর,
তুমি গল্প গুচ্ছের সৃষ্টিশীলতার।
তুমি সাহিত্যের ডাকঘর,
তুমি সোনারর তরির মাঝি।
পৃথিবীর বুকে ছন্দ উড়িয়ে তুমি,
ধন্য করেছ আপন জন্মভূমি।
তুমি ছান্দিক পিতা-সুরের মাতা,
তুমি লেখনির পাতায় আপন জন্মদাতা।
হে রবি ঠাকুর,
হে জমিদার কুমার,
তুমি আষাঢ়-ফাগুনের কবি,
তুমি জগৎ মাঝ সাহিত্যিক ছবি।
তোমার চরণ লুটাইয়া আঁকি-
আমি ছন্দের ছবি।
Omar Faruk তোর অনুরোধে ২২ শে শ্রাবন নিয়ে কিছু লিখলাম।সামনে আরো অনুরোধ করিস।
২২ শে শ্রাবণ ১৪২৫
নারায়ণগঞ্জ