ওই নীল আকাশের মতো-
বিশাল হৃদয় কুঠিরে।
যে রাণী ছড়ায় মায়াবী জাল,
আর্টসেল কিংবা ওয়ারফেজের গানের সুরে।

সেদিন ভোরে,ক্লান্ত রাত দুপুরে
আমি কার আশাতে-
এসে বসি একাকি বালুচরে!
স্মৃতির অন্তরালে লেগে থাকা স্বপ্ন ঘোরে।

আর নেই সময়,প্রেমের পূর্ণতার
তাইতো মেতেছি আজ-
স্বপ্ন ঘোরের রঙিন রাণীকে নিয়ে,
অসীম এ ভালোবাসার দুঃখ বিলাসে।


ভাবান্তর: একরাশ ভালোবাসার অংশ হিসেবে দিয়েছিলি এক টুকরো আবেগ তার থেকে এ কবিতা, তালহা।


০৭ চৈত্র ১৪২৬
নারায়ণগঞ্জ