পাঠারা হয়েছে সমাজপতি,
জ্ঞানীরা সব অন্তরালে
এই রঙের ভবে রঙ লাগানো
পাঠাদের বুঝি অভাব নেই।
হয়তো অভাবে বা ভাগ্য দোষে
জ্ঞানীরা আজ চুপটি সারে,
বোকারাম মূর্খটা টাকার জোড়ে
ভাগ্য কিনে সমাজ নাড়ে।
মসজিদে মন্দিরে এরা
ছড়ায় ছিটায় পয়সাকড়ি
অফিস টেবিলে বা-হাতের কাজ
পাই টু পাই ঠিক বুঝে করে।
এদের নামে কিছু বলতে গেলে-
ক্ষমতা সুলভ আচারে ঠিক,
মরবো আমি পাপিষ্ঠ-
ওই লোভীর পদতলে।
৭ আশ্বিন ১৪২৬
নারায়ণগঞ্জ