এই যে পিচ ঢালা কংক্রিটের ব্যাস্ত সড়ক,
দুরন্ত বাহনের ছোটাছুটি।
পথের আড়ালে পথ
মাঝে একটি ফারাক,কাদামাটির মেঠোপথ।
কাঁচারাস্তার কাদামাটিতে মোর পা ডুবে যেতো-
নরম কাদার আড়ালে,শীতল পরশে।
শেষে হয়তো কোন ডোবায় ভিজিয়ে নিতাম,
তবু দিন শেষে পায়ে ছিলো মিষ্টি মাটির ঘ্রাণ।
এই কাদা পেরিয়েই কত কৃষক শ্রমিক রোজ-
ছুটে যেতো মাঠে ঘাটে শত ব্যস্ত বন্দরে।
এই কাদা মাখামাখিতে আনন্দ ছিলো-
যেটা নেই কৃত্রিম এই পিচ ঢালা বহরে।
রোগ শোক ছিলো,ছিলো শত বালাই!
তবু কি শতবর্ষী বৃদ্ধার আদর প্রজন্ম পেতো না?
আজ উন্নত এই শহর,কত উন্নত তার চিত্র!
উন্নত বটে কিন্তু প্রাণোচ্ছল প্রসারি কি?
আমি আবার হাটতে চাই সেই কাদামাখা পথে-
এই কংক্রিটের নিচে যে পথ শুয়ে আছে।
হয়তো গরুর গাড়ি কিংবা হেটে হেটে যেতে চাই,
বহুদূর অনেক দূর,নাম না জানা দূরের শহরে।
৩০ শ্রাবণ ১৪২৬
পাহাড়ের চক,চাঁদপুর