আগামী তোকে বলে যাই,সুখে থাক ওরা-
আজীবন যে ধৈন্যে মৃত মোর পণ।
মোর হাত যেবা শূন্য আজীবন,
এর থেকে দিয়ো বর,
যেনো সুখে থাকে হাতে হাত মোড়া।


২৭ ফাল্গুন ১৪২৬
নারায়ণগঞ্জ