হাসি দেখেছি ভাই,ওই হাসির মতো নয়,
থমকে থাকা শরীর হাসে-কান্নার পরাজয়!
হাত পেতেছে জন্ম লগ্নে-হাত পাতছে রোজ,
হাজার শিশু ক্ষুধায় কাতর-কত নষ্ট হচ্ছে ভোজ।
রোদ বৃষ্টিতে পুড়ছে দেহ ছিন্ন বস্ত্র গায়,
এক তোলা স্বচ্ছ কাপড়- কি বছর ঘুরে পায়?
হাত পেতেছে দশ দুয়ারে,
হাত পেতেছে পথের কিনারে,
হাত পেতেছে ওই দেবালয়,
এতো চাওয়া স্রষ্টা কিভাবে সয়?
দিন হতে দিন এই সুরে-
ঘাটে ঘাটে ঘুরে ফিরে,
হয়তো একদিন আধ-
পেটে,ক্ষুধা মিটাতে পায়।
সেদিন কে আর রুখে দাঁড়ায়
ওই হাসি মুখটায়!
ওই হাসিতে চাঁদ কাঁদে,
যদিও চাঁদ রাতে ওঠে।
হয়তো চাঁদ দিনের হিসাব
ঠিকই খুঁজে পায়।
ওই হাসি ভাই কিনতে চাই!
নিজ অসুখেই ফিরে যাই,
কি বলে যে মন মানাই?
পেছন নাহি চাই!
তবু কাম্য নয়
আশীর্বাদ দিতে চাই,
ওই ময়লা মুখের হাসির বরণ,
যেন মলিন নাহি হয়।