চারদিকে মৃতেরা মিছিল ধরেছে,
ক্ষণে ক্ষণে সংখ্যার পরিবর্তন-
শত থেকে হাজার পেরিয়ে,
মৃতদের এই মিছিলের সমাগম!


১৩ চৈত্র ১৪২৬
নারায়ণগঞ্জ