ক্লান্ত আজ বড় ক্লান্ত তোমার খোঁজে,
যত আলো-আঁধারে কিংবা ঘরে বাহিরে।
ছোয়া স্বপ্ন তোমার চোখে আঁধারের কাহনে,
মলিন হাসিতে,আমি শূন্য একাকী।
এই পথ চেয়ে আছে আমারই মতো,
শত পদ চিহ্ন বুকে নিয়ে-
কত অব্যক্ত কথার সুরে,
নিরব নিথর আমারই মতো।
সেদিনের বিকেলে কৃষ্ণচূড়া ফুটেনি বলে
রৌদ্রময় দিনগুলোর কোন স্মৃতি নেই,
আছে এই পথে হেটে যাওয়া সেই-
গুটিগুটি পায়ের ছাপ।
এক পলক মধুর প্রশান্তি ছিলো
কাক ডাকা দুপুরে শান্ত জনপদে,
আজ নেই সেই বোকার-
দৌড়ে আসা প্রণয়ের সাত কাহন।
ব্যস্ত নগরীতে সকলে হটাৎ কেমন-
ব্যস্ত হয়ে যায়,এতো ব্যস্ততা
রঙিন সেই স্মৃতি গুলোও মলিন
যেনো সেই নিরব নিথর হার মানা পাশা।
১৫ শ্রাবণ ১৪২৬
নারায়ণগঞ্জ