আমি একটা জাদুঘর খুলেছি,
এই মনের বিশাল জায়গা জুড়ে।
প্রতিটা কিনার সাজিয়েছি আবেগ;ভালোবাসা -
মিলিয়ে শত স্বপ্ন স্মৃতি জোড়া হৃদয় খুড়ে।

হয়তো একদিন আজকের এই আবেগ,
কুড়ে খাওয়া হৃদয়,ভগ্ন প্রেমালয়-
খসে খসে পড়বে জীর্ণ প্রাসাদের মতো।
জাদুঘরে এই ভগ্নস্তূপ উজ্জ্বল হবে শত স্মৃতিময়।

আগামী তোমাকে জানাই নিমন্ত্রণ!
এই হৃদয় মাঝে যে জাদুঘর গড়ে ওঠে-
তার বরণ ডালায় মেতে-
তোমাদের ভালোবাসাকে করবে আমন্ত্রণ।


২৩ ফাল্গুন ১৪২৬
ইমামপুর,চাঁদপুর