হোক নতুন কোন বিদ্রোহ-
মিছিলে ঘিরে যাক শহর,বন্দর,লোকালয়।
মোড়ে মোড়ে হোক সমাবেশ
উন্নত তর্জনীর স্বরে আবার গলে যাক সব ভয়।
স্বজাতি স্বজাতি সংঘাত হোক,
রক্ত ঝরুক পথে।
ঝরা রক্ত কপালে লেপে জ্বলে উঠুক প্রতিশোধ!
প্রতিশোধ ছুটে চলে উল্কার বেগে-
থামানোর শক্তি নাই।
মিছিলের আগুন যাকে পায়-
অগ্নিদেবের ফুল্কির মতো সে দুর্বার হয়ে যায়।
আবার মিছিল হোক,
ঘর থেকে তুলে নিক দামাল ছেলে
কারখানা থেকে শ্রমিক।
তবুও আবার চিৎকার করুক প্রেসক্লাব,
উত্তাপে ফাটুক এভিনিউ।
আবার কোন নূর হোসেন স্লোগান দিক-
অমানুষিকতা নিপাত যাক,
মনুষ্যত্ব মুক্তি পাক।
১ মাঘ ১৪২৭ || ১৫ জানুয়ারি ২০২১ || শুক্রবার
নারায়নগঞ্জ