সবুজ শৈবাল মিশ্রিত জল থেকে উঠে-
সুতি কাপড়ে শরীর মুছে।
পাশ্চাত্য গায়ে জড়িয়ে উষ্ণতায় ঢেকে,
শহুরে কীটের রূপ ধারণ করি।
নরম মাটির পরশ থেকে-
এক মুহুর্ত দেরি না করে,
মসৃণ চামড়ার জুতোয় পা মুড়িয়ে নিয়ে-
সম্পূর্ণ এক আধুনিক সত্তা।
সবুজ বনলতার মিষ্টি মধুর ঘ্রাণ ছেড়ে,
কৃত্রিম গোলাপ কিনে নিয়ে-
প্রিয়তমার হাতে তুলে দিলাম অকৃত্রিম ভালোবাসা।
কতদিন টিকবে এই কৃত্রিম অকৃত্রিমের মিশ্রণ?
টলটলা নদীর তীরে না বসে,
বসলাম সংরক্ষিত সুবিশাল ঝিলে।
মাঝির ঘামে ভেজা ভাটিয়ালির সুর কি পাবো-
ঝিলের ইঞ্জিন চালিত বোটে।
আষাঢ়ের বৃষ্টি ভিজে পিচ্ছিল কাদা পথে,
সন্তপর্ণে হাটার প্রয়াস কি-
এই কংক্রিটের শহুরে পথে পাবো?
হায় আমরা কত উন্নত মানবসত্তা!
হায়রে মানুষ,হায়রে আমার শহুরে আবাস
শিক্ষা দিয়েছো,আধুনিক করেছো-
বাঁচিয়ে রেখেছো,উন্নত করেছো
মানুষ করোনি তবু।
৪ ভাদ্র ১৪২৬
নারায়ণগঞ্জ