ও শালিক, লাল চোখের শালিক-
ফিরে আসো তুমি- রুপালী বিকেলে।
যেভাবে এসেছিলে একদিন ডানা ভেঙে-
আহত চোখে রোগীর আদলে।
তোমাকে পেয়ে কি-যে মোর ভয়,
কি জানি কি ভুলে তোমায় হারাই?
চেতনা প্রমত্ত সেবায় সেবার-
তোমাকে বাঁচাতে চাই।
কোলে পিঠে তুমুল আনাড়ি সেবায়,
দু বাহুতে তোমার- জমলো ভীষণ জোড়।
তুমি উড়ে গেলে, মুক্ত ডানা মেলে-
আকাশের কাছে, বাতাসের কাছে;
আমাকে রেখে বিভোর।
তুমি ঠিকই ছিলে,
অঘোষিত বিদায়ে তুমুল ডানা ঝাপটালে।
এই হৃদয় তোমার ঘর নয়!
তুমি থাকো মুক্ত আকাশে, গাছে গাছে-
সবুজ পাতায়, বিস্তর চারণ ভূমিতে।
তবুও যদি কোন দুপুরে, বিকেলে, রাতে-
ফিরে আসো তুমি- লাল চোখের শালিক,
যেভাবে এসেছিলে বালকের প্রিয় খেলনা হয়ে।
কিংবা যুবকের আমৃত্যু প্রেয়সী রূপে?
২৬ পৌষ ১৪২৮ / ১০ জানুয়ারি ২০২২ / সোমবার
নারায়ণগঞ্জ