এক পয়সায় কিনেছিলাম,
ওই ক্লান্ত দুপুরে,
তীক্ষ্ণ রোদের আড়ালে-
এক খণ্ড তুলতুলে সাদা মেঘ।
কিনেছিলাম শত কিলোমিটার-
নির্বিঘ্নে একাকী হাটার প্রয়াস।
অতি অল্পতেই পেয়েছিলাম,
নিশ্চিন্তে ক্ষন কাটিয়ে দেওয়ার সাধ্য।
তবু আমার কোন আবদার ছিলো না,
আমার কোন সংশয় ছিলো না,
ছিলো না কোন আক্ষেপ-
ওই অধিকার আছে বলে চেয়েছি!
কিন্তু কি পেয়েছি?
পেয়েছি কংকরাকীর্ন রাস্তায়-
ধূলি মাখা এক মুঠো স্মৃতি!
এই পথ,পথের আড়ালে রবে,
হাজার কাব্যের আড়ালে লুকায়িত তুমি।
২৩ চৈত্র ১৪২৫
নারায়ণগঞ্জ