বকুলের গন্ধ ভেসে আসে,আমার
ছোট্ট কুঁড়ের জানালায়।
দক্ষিণা বাতাসে মৌ মৌ শিহরণে
কোন বনে আজ মোর মন হারায়।

ডালে ডালে ওই দোয়েলের কলরবে,চোখ
পড়ে পাকা ডুমুরের থোকা।
চোখ সরে আসে,শূন্যতা খুঁজে
পাতা শূন্য শিমুলের ডালে বসলো-
জোড় বাধা ধান শালিক ঝাক।
স্বার্থহীন প্রেম জমে ওঠে ওদের মাঝে!
নতুনত্বকে স্বাগত জানায় সবুজে নগরে।

আবার কোনদিন কীর্তনখোলার তীর ধরে,
ভাটিয়ালির তালে তালে দেখা হয়-
কোন এক লাজুক কবির সাথে।
কথা জমে রয়,শত অপচয়
এবারের মতো তবু শেষ নাই হয়।

(অসমাপ্ত)