আদিকাল,

ত্রাণ আসে
হাতে-হাতে, কাঁধ-কাঁধে বয়ে বেড়ায়
কোন এক অর্বাচীন বণ্টনকারীর নামে।

ত্রাণ যায়
আত্মিক দুর্যোগে ভোগা সমাজ শিশুর ফিডে
একই ঠিকানায়, বিভিন্ন নামে।  

সমকাল,

ত্রাণ আসে
আসমানে উড়ে- মাটিতে জায়গা নাই,
জল থেকে তুলে আমারে আসমানে দেয় ঠাই।    

পুনশ্চঃ  মানুষ মরে, মরিবে। জন্মের দোষেই মরে, মরিবে। কে বা কার দোষ তাতে?

৭ আষাঢ় ১৪২৯ / ২১ জুন ২০২২
নারায়ণগঞ্জ