দুঃখের রথে ভেসে আসিনি,
আসিনি দুঃখ নিতে।
তবে কেন এতো হাহাকার?
জানতে চাই!আমি জানতে চাই!
রুখে দিবো সেই বিষদাঁত,
ভেঙ্গে দেবো যমালয়,
যদি হয় শোষণ কূপে মৃত্যু।
আমি খুঁজে বেড়াই রাজ্যে রাজ্যে।
কেন বুকে পাথর বেধে,
চরণ তলে রক্ত মেখে,
সব কিছু আদায় করতে হয়?
জন্মেছি যখন বাঁচবো আমি।
ছাত্র যখন অধিকার আমার।
শ্রমিক যখন মুজুরি আমার।
কে তুমি?আমাকে রুখে দেবে বলে-
এত্ত জড়াজড়ি।
যখন আমাকে আমার বুঝে নিতে হবে-
তাহলে আর ক্ষমা না।
কাঁটা ছোড়া হবে-
মৃত্যু আঁধারে তলিয়ে যাবে ব্যাবিচার।
থমকে থাকবে কিছু শহীদের স্মৃতি।