তোমায় একটা-
স্বচ্ছ জল রঙের টিপ পড়াতে চাই।
যে টিপের একক কোন রঙ নেই।
সেই টিপ আমি; নিয়ম করে-
নিত্য ভোরে, সকাল কিংবা দুপুরে
অথবা মধ্য বিকেলের-
অরুণ রাঙা রঙে রাঙাবো।
যেমন তোমার ভালো লাগে
চাইলে ঘাসের কিংবা কাঁচা হলুদের-
রঙ লেপে হালকা হলদে টিপে,
তুমি ঘুরে বেড়াবে ভরা পূর্ণিমায়।
কখনো বা পাকা বিলম্বির রঙ মাখা
টিপ ফুটে উঠবে তোমার-
দীঘল মসৃণ ললাটে।
কখনো বা মধুমালতীর গাঢ় মেশেলের-
সাথে শরতের নীল আকাশী রঙে,
তোমার টিপ হয়ে উঠবে জীবন্ত মাছরাঙ্গা।
যেমনটা তুমি চাইবে,
দীর্ঘ জীবন ধরে তোমার ওই
সুপ্রসন্ন ললাটের টিপে আমি-
রঙ লেপে যাবো; আছে বাংলার যত রঙ।
১৩ ভাদ্র ১৪২৮ / ২৮ আগস্ট ২০২১ / শনিবার
নারায়ণগঞ্জ