বাকানো ঠোঁটে জীবনের উচ্ছ্বাস নিয়ে,
দেবদারুর সেই মগডালে বসে।
দীর্ঘ ক্লান্তের চাহনি
যুগ যুগ ধরে ঐই নিষ্ঠুরতা আনন্দ
আজ পেয়ে গেছে লক্ষী পেঁচাটি।
অবাক চাহনি ভিতের সঞ্চারে
পাখা ঝাপটিয়ে উল্টো পৃথিবী।
কে কাকে খুঁজে বেড়ায় ?
জীবনানন্দ তো শঙ্খচিলের বেশেই
রয়ে গেলো রূপসী  বাংলায়।
তিন আঙ্গুলিতে পিণাক পণির শক্তি
বাদুর আজ উল্টো চাহনিতে।
কানাকোয়াও আজ পল্লিজননী কে-
ভীত করে না তার সুরে।
যতীন্দ্র যেদিন ছিল,
নজরুলের কলম যেদিন গতিশীল,
জসীম উদ্দিন যখন ছিল,
এই বাংলায়।
প্রকৃতির প্রতিটি রুপের নৃত্য
দু চোখ মেলে দেখার আহবান।
আজ কেউ শোনো?
সেই বাহারি ডাকের আহবান।
আজ আমিও বধির
দু চোখ মেলে দেখো তোমায়,
দু কান খুলে শোনো তোমায়;ডাকে-
ঐই বাঁশঝারের লক্ষিপেঁচাটি।


১৭ ই আষাঢ় ১৪২৪
নারায়ণগঞ্জ