ইচ্ছে হলে পায়রা হও,
আকাশটাকে দেখো-
এভাবে আর কতকাল একলা ঘরে থাকো।

ইচ্ছে হলে ঝর্ণা হও,
পাহাড় বেয়ে ঝরো-
চঞ্চলতা আপন করে গম্ভীরতা ছাড়ো।

ইচ্ছে হলে নদী হও,
আকুল স্রোতে চলো-
উদার মনের পণ নিয়ে দাম্ভিকতা ভুলো।

ইচ্ছে হলে এবার তুমি,
মানুষ হতে পারো-
মনুষ্যত্ব লালন করে অমানুষিকতা ছাড়ো।


উৎসর্গ: অসাধারণ বাক-পটীয়ুসী মেরিনাকে।

৫ই বৈশাখ ১৪২৭
নারায়ণগঞ্জ