পড়ন্ত বিকেলে দেখেছি তোমারে-
দু-চোখ জুড়ায়ে,
পশ্চিমা মাতাল সূর্যের আলোয়,
কাঁচা পথের বন-বিহারে।
কত রঙিলা পরির আনাগোনা-
তোমার ওই কোমল ডালে,
ছুঁই ছুঁই তবু ছোঁয়া হয় না বলে,
তোমার সাথে আমার এতো জানাশোনা।
কতটা নির্বাক দেহ মাটিতে লুটায়ে-
সবুজাভ করেছ যথাতথা,
পথে পথে তোমার সাথে রয়ে যায়,
মোর দেনাপাওনা সহ শত কথা।
পথের বাঁকে পথ রয়ে যায়-
চরণে মিশাইয়া ধূল,
শিশির ভেজা পথে পথে কৃষাণির-
পায়ে মজে ফুটন্ত ঘাস ফুল।
১৬ কার্তিক ১৪২৬
নারায়ণগঞ্জ