খুব অতৃপ্তি অপ্রকাশে ক্ষয়ে যাবো একদিন
এ আর এমন কি কথা?
কত জনই তো ক্ষয়ে যায় রোজ- কে রাখে নিত্য
কে রাখে একান্তই কারো খোঁজ?
কি বা দাম এ জীবনের,
মাটির উনুনে পোড়া ছাইয়েরও তো দাম হয়-
কেজি দরে; বিনি করে কেউ বাঁচায় জীবন।
সযত্নে ছাই হয়েও ঠাই হয় লাউতলায়, কুমড়োর চারায়।
পায়ে পায়ে লেগে আসা ধূলোতেও
নগর দাঁড়িয়ে যায়; শহরের মাটি স্বর্ণ তুল্য-
লাখে-কোটিতে হাত বদলায় পচা মাটি,
দাম ওঠে অপরাধ আর লাশ চাপা দেওয়া মাটিরও।
ঢেউয়ে ভেসে আসা অণু ঝিনুকেরও দাম হয়-
আবেগে অনাবেগে ঝিনুকের মালাও পেয়ে যায়
উর্বশী তরুণীর কোমলতার ছোঁয়া।
মরা নদীতীর, শ্বাপদের ঝোপ, মৌসুমী দু একটি ঝড়-
শুকনো ফুল, মোহময় প্রেম; তারও দাম চুকাতে হয় প্রচুর।
দাম ওঠে পচা শাল বৃক্ষের, বয়সী ষাঁড়ের
ডোবার কচুরির, ছেঁড়া টাকার, আগুনে পোড়া বাড়ির।
ছেঁড়া বেহালা, রক্তের স্বজন, অজনপ্রিয় আন্দোলন, ভাঙা দেশ-
বেওয়ারিশ লাশ সহ দাম ওঠে কাঁচা কবিতারও।
এতোসব দামী বস্তুর পৃথিবীতে-
এমন বেমানান বস্তুটি হয়ে আর কয়দিন?
বহুমূল্যের ঝিলমিলে পৃথিবীতে তৃপ্তি পেলাম না একদমই।
ঢের স্বাদ কোথাও কোন গহ্বরে- হঠাৎ লুকিয়ে পড়ি।
২রা ফাল্গুন ১৪২৮ / ১৫ ফেব্রুয়ারি ২০২২ / মঙ্গলবার
নারায়ণগঞ্জ।