সর্বস্ব দেউলিয়া ঘোষণা করে আসলাম-
সর্ব সম্মুখে শনিবারের দুপুরে।
আমার কি'বা ছিলো- দেয়ার মতো?
তবুও সব ছেড়ে, পথে ফেলে এসেছি সমুদয় সম্পত্তি।
কিছুই করার ছিলো না আমার-
অনেকেই চেয়েছিলো এইদিন, অনেকেই চায়নি।
রাজধানীর ট্রাফিক সিগন্যালের মতো
হৃৎপিণ্ডে বরাবর বেড়ে উঠেছে ব্লোকেজ,
কি ভীষণ পীড়ন, সুতীব্র প্রতিশোধ যেনো।
ফসল শুকানোর মৌসুমে, বিস্তৃত মাঠের
চারণ ঘুঘুদের গালগল্প ভেঙে দিয়েছি কবে।
শরতের কাশফুল মাড়িয়ে আমি গিয়েছি-
মরা নদীর পাড়ে নির্বিঘ্ন কবিতা পাঠে।
সেই কবেকার আরো কত কি শাপে অভিশাপে
দাঁড়িয়েছি আত্মিক দায়ের মুখোমুখি।
অবরোধ, সংগ্রাম, জনসভার মতো উচ্চবাক্যে-
একে অপরের দিকে আঙুল তুলে।
পরিশেষে সর্ব সম্মুখে সবটুকু পাওনা তুলে দিয়ে
সর্বস্ব দেউলিয়া ঘোষণা করে আসলাম।
'সর্বস্ব দেউলিয়া ঘোষণা' পূর্বক সংলাপে এসে বুঝি-
আমার আর কিছুই দেয়ার নেই।
যান্ত্রিক পৃথিবীর যাঁতাকলে,
অপরাধের মতো চক্রবৃদ্ধি হারে বেড়ে চলা ঋণ
ঘুচিয়ে আর কয়েক মুহূর্তের জন্য বেঁচে উঠতে পারি,
তোমার বিনা সুদের ভালোবাসা পেলে।
রবিবার,
০৩ আশ্বিন ১৪২৯ | ১৮ সেপ্টেম্বর ২০২২
নারায়ণগঞ্জ।