মনে পড়ে সেইদিন,
ছোটাছুটি হাহাকার
দিনভর নির্ঘুম,হৈচৈ-
দুষ্টুমির গলাফাটা চিৎকার।
সুনীল সেইদিন,
মনে পড়ে ছেলেবেলা।
সবুজ ঘাসের বুকে,
চঞ্চল যত খেলা।
ঘাম ঝরা বিকেলের,
ধূলিমাখা জামাতে
ফিরে যেতাম সন্ধ্যায়,
আপন ডেরাতে।
মায়ের বকুনি,
বাবার সে শাসন।
তবু যেনো হৃদয়ের
সবটুকুই সিংহাসন।
আজও বুঝি ফিরে যাই
শৈশবের বিকেলে।
সেদিনের
গাছ-ফুল, ঝাঁক বাধা পাখিরা
আজও বুঝি শৈশব দিচ্ছে পাহারা।
১৬ জ্যৈষ্ঠ ১৪২৮/ ৩০ মে ২০২১ / রবিবার
নারায়ণগঞ্জ