মেঘেরা কেমন রঙ ধরেছে,ঝরবে বুঝি আজি-
তাই তো চাতক, হা করে ভাই-
প্রহর গুনে যাই।

            প্রহর গুনে দিন ফুরিয়ে,ঘনায় আঁধার কালো-
            গভীর থেকে গভীরতর-
            পেয়ে চাঁদের আলো।

চাঁদ নিভে যায়,মিটমিটিয়ে তারারাও বুঝি হারায়-
মেঘ ঝরে না, মেঘ ঝরে না-
উদাস মায়া বাড়ায়।

            এমনি করে কত চাতক, চেয়ে চাতকির পাণে-
            'দূর' কমেনা 'দূর' কমেনা-
            হৃদয়ে দুঃখ হানে।


২৭ জ্যৈষ্ঠ ১৪২৭ || ১০ জুন ২০২০
নারায়নগঞ্জ