বহুকাল ধরে; বাংলার পথে প্রান্তরে ঘুরে
ভালোবাসিয়াছি এক নারীকে,
ভালোবাসিয়াছি জীবন,
রক্তিম আভার গোধূলি পেরিয়ে সন্ধ্যা তারার মতো-
মিটিমিটি আলোর ঝলকে আড়ালে আবডালে,
আগলে রেখেছি তাকে।

বনতুলসীর ন্যায় হেলায় জড়ায়ে -
পাই নি কোন রমণীর প্রেম;
পাই নি কোন হৃদয় কিংবা বেদনা জড়িত প্রণাম।
হারিয়ে সময়, ক্ষয়ে ক্ষয়ে লয় অভিমান
জন্ম লয় হাজার বিরহ ব্যথার গান।

তবু ভালোবাসি, মিছেমিছি হাসি;চেতনা লুপ্ত রাত
জেগে আছে রাতের আলেয়ারা, সাথে গুল্মলতা;
লতার গায়ে মিশে থাকা জল।
আরও জেগে আছে পড়শী তাহার-
ঝোপের আড়ালে পাহাড়ি জোনাকির দল।

এই জ্যোৎস্না শোভিত রাতে,
এমনি কিছু স্মৃতির সাথে অশ্রুসিক্ত আঁখি
ভালোবাসা মোর পূর্ণ হলো না,
আজও বুঝি হাজার দেনা বাকি।




০৯ জ্যৈষ্ঠ ১৪২৬ || ২৩ মে ২০২০
নারায়নগঞ্জ