সেই কবে একবার,
বকুলের স্বাদ নিয়েছি-প্রাণ ভরে।
এরপর উড়ে গেছি জেসপার, বেবিলন, কোয়াচি।
দেখেছি চোখ ধাঁধানো ব্লিডিং হার্ট, ক্যাননা, টিউলিপ।
বকুলের স্বাদ পাইনি আর, কোন ধনকুবের বাগানেও।

অষ্টাদশী প্রেমিকা হয়ে প্রাণ জুড়িয়েছিলো, বকুল।
কি তার মিষ্টি সুবাস-ধবধবে কোমল দেহ।
আজ কতদিন হয়ে গেছে, আমি বকুল দেখি না!
আহত প্রজাপতি হয়ে লুটিয়ে পড়েছি,
তুমি কি পারো না কিছু বকুল ছিটিয়ে-
আমাকে বাঁচিয়ে তুলতে?


০৫ চৈত্র ১৪২৭ / ১৯ মার্চ ২০২১ / শুক্রবার
নারায়ণগঞ্জ