আমি দেখেছি চঞ্চল মানুষীর-
চির অভিমানী মুখ; রাতের গুমোট পেঁচার মতো,
নিরব-নিথর কেমন উদাসীন!

আমি কখনো এমনটি চাইনি-
না দেখতে,না শুনতে।
বুঝি ভয়ানক প্রেমাবেগ গায়েল করেছে তাকে!
তাইতো পাথর কিংবা নিথর।
কিংবা অভিমানী বৃহন্নলার মতো প্রান্তরে প্রান্তরে-
চুপচাপ কিংবা কোলাহলী!

তবে কি সে বিষম অভিমানী, মৃত্যু এসে-
টোকা দেয় মাথায়; চেতনা লুপ্ত রাতে কি হতে কি হয়?
সাক্ষী থেকো রাতের তিমির।

০১ ভাদ্র ১৪২৭ || ১৬ আগস্ট ২০২০ || রবিবার
                        নারায়নগঞ্জ