বঙ্গবন্ধু নাম কতটা উজ্জ্বল সজীব,
অমর এই নামধারী-
বেঁচে আছে রেসকোর্সের দশ লাখ মানুষের চোখে
রেডিওতে শ্রবণের সাত কোটি প্রাণের অন্তরে।

সেই গগন কাঁপানো তর্জনী উঁচিয়ে,
লাখো প্রাণে যে দাগ কাটতে পারে-
তার জন্য হাজার বছরের বাঙালি কেনো?
লক্ষ বছরের শ্রেষ্ঠ মহামানব যেনো তুচ্ছ হয়ে যায়।

নক্ষত্র কখনো কি হত্যা করা যায়?
বঙ্গবন্ধু এক অমর নক্ষত্র।
এতো উজ্জ্বল তার আলোকরশ্মি
হাজার কেন লক্ষ কোটি বছরেও শেষ হবার নয়।

পঁচাত্তরের সেই প্রাণের দোসর হয়তো-
দেখেনি তোমার রুদ্ধশ্বাসের চেহারা,
হয়তো চোখ পড়েনি তোমার দূরদর্শী চোখে
তাইতো তার বুলেট পেরেছে তোমার বুকে গেথে যেতে।

বঙ্গবন্ধু সেদিন মারা যায়নি, অমর হয়েছে-
এই হৃদয়ে, হাজার বছরের বাঙালির অন্তরে।
সাধারণ বুলেট, বেয়নেটে কি আর-
অমর মহাত্মাকে খুন করা যায়?  


৩১ শ্রাবণ ১৪২৬
ইমামপুর,চাঁদপুর