মনে আজন্ম স্বাদ জাগে,আবার জন্ম লই-
মানুষ নয়; হয়ে শরতের শুভ্র কাশফুল!
তবে ঠিক-কোন এক শেষ গৌধূলিতে এসে,
নিষ্পাপ ষোড়শী তুরুণী মুঠো ভরে  তুলে নিতো আমায়-
দু বাহুতে চেপে জড়িয়ে নিতো তার বুকে।

যদি জন্ম লই আবার,কোন ভরা মৌসুমে-
ঠিক আমি কাঠ গোলাপ হবো!
দিগন্ত খুঁজেও আনাড়ি প্রেমিক এনে রাঙাতে পারবে না,
প্রেমিকার কালো বেণীর খোঁপা।

যদি জন্ম লই শিউলি ফুলের ঝোপে,
তাতেও আমি খুশি;শুভ্র রঙের মতো পবিত্র হাতে-
কুড়িয়ে নিবে আমায় কোন এক অবহেলিত প্রেয়সী।

যদি আবার জন্ম লই,
ভুলেও আমি মানুষ হবো না!
একমাত্র মানুষ না হয়েই আমি জগতের সব ভালবাসা পাবো।
ঈশ্বর,আবার জন্ম দাও!কিন্তু মানুষ করো না।

১৮ আশ্বিন ১৪২৭ || ০৩ অক্টোবর ২০২০ || রবিবার
নারায়নগঞ্জ