ধূসর বিষন্ন থমথমে চারিদার,
পরিবেশের তালে নৃত্য করতে আজ-
বড়ই অবসাদ আমায় ক্লান্ত হাতছানি দেয়
আয় তুই মাটিতে ফিরে।

মাটি আমার এতো আপন হলো
গুল্ম তার কোলে শুয়ে,
নিস্তব্ধ পৃথিবী বুঝি আর পারছে না-
আমার দেহের আভাস নিতে।

কত বিচিত্র এই ধরণী ছেড়ে যেতে
আমার বড়ই কষ্ট হবে।
তবু তার নিয়ম,আমাকে পাঠ করতে-
আসবে এক নতুন স্বত্বা।

শেষ বিকেলে বসে আমি শুধু
করিবো সেই নবীনের গান-
যাহার আগমনে আমার বিদায়
রুখবে না কেউ আর।
  
মহান চন্দ্র যাহার তিথি গুনবে
জন্ম-জন্মান্তরের শান।
সূর্যের মতো যাহার আলোয়
ছড়াবে বন-বকুলের ঘ্রান।

আসো নবীন ক্ষীণ সময়ে
আমার কাজের শেষে।
বকুল যেন না শুকিয়ে যায়
গোলাপ রাজের দেশে।



২৫ শ্রাবণ ১৪২৬
ইমামপুর,চাঁদপুর