রক্ত রক্ত আর আঁতকে উঠার ভয় ভেঙে,
শেষ বিকালে এসে-হাজার সেনার ভিড়ে,
এক ফোঁটা কলমের কালিতে সাক্ষর!
রচিত হলো একটি স্বাধীন দেশ।
আমার বাংলাদেশ- সোনার বাংলাদেশ।

সেদিন তো আজকের মতো-
সুবাসিত বসন্ত ছিলো না,ছিলো
ত্রিশ লাখ শহীদ!তাজা রক্ত পেরিয়ে,
উল্লাসে মাতোয়ারা হয়ে এসেছে দেখবে স্বাধীনতা।

যেই বুটের আঘাতে ক্ষত হয়েছে-
কৃষকের বুক,শত শ্রমিকের ঘুমন্ত দেহ!
যেই বেয়নেটের খোঁচায় মৃত্যু হয়েছে,
মুক্তি বলে ধরা পরা অভাগা দামাল ছেলের।

রক্তাক্ত গগন-ছিল চারিধার লাশের গন্ধে।
সেই বুট পায়ে,বেয়নেট হাতে এসে,
অবশেষে অরোরার তৈরি দলিলে সাক্ষর।
সেদিন তারই ভাই-বোন,বাবা অভাগা মা,
দেখেছিল মাত্র একানব্বই হাজারের আত্মসমর্পণ।

উৎসবের রঙে লাল-সবুজের মাঝে হলুদ দেশ,
সরু বাশের কঞ্চির ডগায় উড়িয়ে।
একসাথে জোয়ান-বৃদ্ধ শিশু-কিশোর
তাল মিলিয়ে উচ্চস্বরে ধ্বনিতে ধ্বনিতে-
জয় বাংলা!জয় বাংলা মুখরিত কণ্ঠে,
আবার একসাথে গেয়ে ওঠে-    
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।


১৬ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জ