উদ্বাস্তু

গ্যালন গ্যালন জল খাই
তরতর বাইড়া উঠে হারামিটা
রাগে আমার পিত্তি জলে
দাউ হাতে নি দি এক কোপ
ধপাস করে আউলা চুলে
চিতপটাং শুই পড়ে হারামজাদা।

সঙ্কিত লাল পিপড়ার দল
তখনো বুইঝা উঠতে পারে নাই
নয়া ঘর পাতন লাগবো তাদের।