শুধু গাযাতেই জন্ম নেয় স্বাধীন সাহসী মানুষ,
যেখানে ধুলোর বুক থেকে উঠে আসে লৌহমানব,
সেই লৌহমানবের দেহ ভিজে থাকে তাজা রক্তে।
আর অন্য ভূমিগুলো?
সেখানে জন্ম নেয় মানুষরূপী টিকটিকি,
দু'পায়ে হেঁটে বেড়ায়, কিন্তু ভিতরটা ফাঁকা;
তাদের চোখে ভর করে থাকে
মরুভূমির পাথরের মতো ঠান্ডা এক শূন্যতা।