ভারি মাথা। বুকে চাপা ব্যাথা। অন্তরে জালাপোড়া।
অশান্তির ঘোড়া ছুটে চলে অবিরাম।
দুশ্চিন্তার ডালপালা বেড়ে চলে নিরন্তর।

আরোগ্যের সন্ধানে সতত পথ চলা যুবক
বেহুদা কথা কিনে আনে। জোর করে কানে পুরে নেয়।
অস্থির ছায়াচিত্রে চোখ গুঁজে করে অশ্রুদান।
মাথা আরও জাঁতিয়ে উঠে আবর্জনায়।
পাঁজরের হাড় বেঁকে উঠে ধেবে যায়।

সময় বয়ে যায়।
অশান্তির দাবানল নিয়ন্ত্রণ হারায়।
বেলা ডুবেডুবে। কপাল লুটায় ধুলায়।
যুবক নাকেখত দেয়।
বুকের ভেতর গজে উঠা হাজারো কষ্টের পাহাড়
একটা একটা করে উবে যায়।
যুবক পায় নতুন দিশা।
মহান সত্ত্বার দিকে এগিয়ে চলে গুটিগুটি পায়।