কয়েদি
ভাই আমি একজন কয়েদি
যখন তুমি তালাবদ্ধ, আমি মুক্ত স্বাধীন
আমি আমার 'স্বাধীনতা'র কাছে একজন কয়েদি
যখন আমি ক্রিড়া-কৌতুকে ব্যস্ত
কষ্টের লোনাজলে তুমি তখন ভাসো।
ভাই আমি একজন কয়েদি
আমি আমার কন্যাকে জড়িয়ে ধরি, আদর করি
পরিবার বন্ধুবান্ধবে ডুবে থাকি
আশা তখন তোমার দৃষ্টিসীমাকে ছাড়িয়ে যায়
আর তুমি একাকিত্বের বেদনায় কুঁকড়ে যাও।
ভাই আমি একজন কয়েদি
যখন নিজের কামনাবাসনা খেয়ালখুশির বন্দি
রবের দয়ায় তুমি তখন কলুষমুক্ত
সবরের শক্ত প্রাচীরে ঘেরা
তোমার নিষ্কলুষ জীবনের সংগ্রাম।
ভাই আমি একজন কয়েদি
তুমি যখন ভোগবিলাসের দুনিয়া হতে বিচ্ছিন্ন
যখন তুমি রাব্বে করিমের শোকর-গোযার বান্দা
সন্তুষ্ট চিত্তে পুণ্যলাভে ব্রতী
আমি তখন বন্দী এই বস্তুবাদী দুনিয়ায়।
ভাই আমি একজন কয়েদি
তুমিও আটক অবস্থায়
তবে আমি যখন ইচ্ছা যাওয়া আসা করি
আমার কাছে যা-কিছু আছে সব ধ্রুব ধরে নিয়েছি
অথচ তোমার চেহারা ধনবান ঐশ্বর্যশালী
রাজাদের চেয়েও বেশি দ্যুতি ছড়ায়।
ভাই আমি একজন কয়েদি
আমি যা চাই আমার সবই আছে।
তোমার সবকিছু কেড়ে নেয়া হয়েছে, অথচ
আমি যখন রাতে গভীর নিদ্রায় অচেতন পড়ে রই
তখন তোমার বিনিদ্র রজনী কাটে ক্বিয়ামুল লাইলে।
ভাই আমি একজন কয়েদি
লজ্জা ও কলুষিতায় বন্দি
আমি তোমাকে টেনে নিচে নামাই
লক্ষ্যহীন এই উম্মাহ তোমাকে টেনে নিচে নামায়
অথচ তুমি দাঁড়িয়ে থাকো ধীর সুউচ্চ।
তত্ত্বে তুমি-আমি দু'জনই মুসলমান
বস্তুত আমি খুবই দুর্বল-- অনুল্লেখযোগ্য
আর তুমি-- ক্ষয়ে যাওয়া উম্মাহর শিরদাঁড়া।
ঝিনুকের আবরণে আগলে রাখা মণিমুক্তা,
আমার স্বাধীনতা, আত্মভোলা উম্মাহের গর্ব,
রবের মনোনীত অল্পের একজন।
তুমিই এই উম্মাহের আজাদী
বস্তুত আমরা সবাই কয়েদি হে আমার ভাই!
তুমি হাল ছেড়ে দিও না,
আমাদের জন্য প্রার্থনা কর
যতক্ষণ না গোলামীর জিঞ্জির ছিড়ে
তোমার পাশে এসে মুক্তির মিছিলে দাঁড়াই।
ততক্ষণ পর্যন্ত আমরা কয়েদি,
তুমি মুক্ত, হে আমার ভাই...
'ইন্নামা'আল উসরি য়্যুসরা'
নিশ্চয় বিজয় আমাদের অত্যাপ্রসন্ন!
________
মূলঃ Prisoner
লেখকঃ উম্মু মুহাম্মদ
সরল ভাবান্তরঃ রেদওয়ান আহমদ