যেদিন তুমি থাকবে না, সেদিন শুধু সম্মিলিত ভাবে তোমার জানাজায় নয়, একাকি নির্জনে তোমার কথা ভেবে যদি তোমার জন্য দুঃসম্পর্কিত কারো চোখে একটুখানি জ্বল আসে।
তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
কোটি টাকা না থাকুক, শুধু তোমার আচরণে, আদর্শে, নৈতিকতায়, যদি তোমার পেছনে কেউ তোমার গুনগান করে, তোমায় বিশ্বাসী বলে মনে করে, কোনো লোভ বা স্বার্থ ছাড়াই তোমায় ভালোবাসে।আর এ ভালোবাসার পরিধি যদি স্থায়ী হয়।
তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
এক মিনিটের জন্যেও পৃথিবীতে যার সাথে তোমার হয়েছে প্রণয়,
তোমার মৃত্যু সংবাদ শুনিয়া যদি সে মাটিতে লুটিয়া পড়ে,
তোমায় শেষ দেখা দেখার জন্য শত ব্যাস্ততা রেখে ছুটে আসে,
তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
তোমায় না দেখার যুগ ফুরালেও যদি তোমার কবরের পাশে এসে কেউ তোমার জন্য হাত তুলে দোয়া করে, আর নামাজের মোনাজাতে যদি তোমার কথা মনে আসে।
তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
বন্ধুদের আনন্দের আড্ডায় হঠাৎ তোমার কথা উঠলে যদি সবাই থমকে যায়, এক মিনিটের জন্য সবাই নিরব হয়ে যায়। আর সেই সাথে তাদের আনন্দের সব কথাগুলো মাটি হয়ে যায়।
তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।