বিস্তীর্ণ অসংখ্য মানুষের হাহাকার
শুনছ নাকি হে স্বাধীনতা।
তবু নিঃশব্দে আজো পালন করো
কেনো তুমি এই নিরবতা?
অজস্র প্রান অকাতরে বিলিয়ে দিয়েছি
আমরা তোমার তরে।
বলো তুমি কি দিয়েছো আমাদের,
তোমার এই ৫০ বছর বয়সে।
বলবে হয়তো পতাকা দিয়েছি,মানচিত্র দিয়েছি,
দিয়েছি স্বাধীন মাতৃভূমি।
প্রশ্ন আমার, এ জাতিকে স্বাধীন ভাবে
কথা বলার অধিকার দিয়েছো কি..?
দিয়েছো কি ঘুষ আর দুর্নীতি মুক্ত
সোনার বাংলা গড়ার অধিকার..?
দিয়েছো কি, সব অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদী হয়ে মাথা তুলে দাঁড়াবার..?
বৃটিশ থেকে শুরু করে আড়াই শতাব্দী পরেও
শোষিত এ জাতি, কবে পাবে এরা নিস্তার?
তবু সশ্রদ্ধ সালাম তোমায় জানাই ,
দিয়েছো আমায় মাথা গোজা ঠাই।
তবু ক্ষুধার জ্বালায় আজ ছু-ছু করে পেট ,
দে মানচিত্র দে ছিড়ে ছিড়ে খাই।
হাজার কোটি টাকা কেউ মেরে খায়,
কারো পরনে বস্রটুকু ও নাই।
দে আজ পতাকাটা উন্মুক্ত করে
স্বতঃস্ফূর্ত ভাবে গায়েতে জড়াই।
আমি উথথান পতন দেখেছি অনেক,
দেখেছি পাথরের নিরব কান্না।
আমি অনেক তাজা স্বপ্ন ভাঙতে দেখেছি,
দৃষ্টির তীক্ষ্ণতায় দেখেছি, কতশত বন্যা।
আমি বিচ্ছেদ হতে দেখেছি অনেক শব্দবর্ন,
ভাঙতে দেখেছি যত্নে গড়া কাঁচের দেয়াল।
কতশত আদর্শের নির্বাসন দেখেছি,
ভেঙ্গে সব সম্পর্কের বেড়াজাল।
দেখো আজো কাতরায় যারা স্টেশনের মোড়ে
দু'বেলা পায়না দু'দুটো ভাত,
তারা কি বুঝেছে আজো স্বাধীনতা কি?
কি রকম ছিলো তার স্বাদ..?
যারা নির্বিঘ্নে জীবনের ১৮টি বছর বিসর্জন দিয়ে
আজও প্রতিনিয়তই বেকারত্বের গ্লানি টেনে বেড়ায়,
আজ তাদের তরে কি হে স্বাধীনতা,
তোমার কোনো মাথা ব্যাথা নাই!