নীরব আজ কেনো নিশ্চুপ সবাই
ভুলে গেলে কি তোমাদের ঐতিহ্য?
সিংহের জাতি আজ বিড়াল হয়ে,
দেশকে নিয়ে করছো বানিজ্য।
বৃটিশদের মতো আজো এ দেশে,
কিছু কুলাঙ্গার দিচ্ছে হিংস্র থাবা।
স্বদেশকে বাঁচাতে কবে তোমরা আবার,
এক হয়ে মাথা তুলে দাঁড়াবা।
তোমাদের মাথায় বেজায় ঘুরছে শুধুই,
বিজাতীয়দের সংস্কৃতি৷
এমন হলে কেমন করে দেবে তোমরা,
এ দেশের উন্নয়নের সম্মতি।
যে স্বাধীনতা অর্জনে জীবন দিয়েছিলো,
৩০ লক্ষ্য বিপ্লবী বীর।
সে বীরের জাতি আজো আছে বেচে,
অভাব শুধু ইচ্ছে শক্তির।
সোনার বাংলা রক্ষায় আজি শপথ নাও,
ওহে ষোলো কোটি জনগন।
সরকার বাহাদুর একা কি করবে,
আমরা যদি না হই সচেতন।
দানব রুপি কিছু হিংস্র মানবের হাতে,
জিম্মি আজো আমার দেশ।
বুকের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবো,
বাঁচাতে সোনার বাংলাদেশ।