আমি বঙ্গবন্ধু কে নিয়ে লিখেছি।  
হুসেইন মুহম্মদ এরশাদ কে পড়েছি,
তাকে নিয়ে লিখেছি।
লিখেছি জিয়াউর রহমান ও
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে।
আমি বায়ান্নর রাষ্ট্রভাষা দেখিনি।
সামিল হতে পারিনি,
রফিক সালাম জব্বার বরকতের সাথে।
বড় আফসোস বুকে নিয়ে,
সেই শোক মনে লালন করি আজো।
আমি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি,
থাকতে পারিনি স্বদেশ প্রেমী,
৩০লক্ষ্য বীর পুরুষদের কাতারে।
বুকে সেই বিশাল ক্ষত আর আফসোস,
আমায় যন্ত্রণা দেয় আজো।
আমি আজ তাদের কথা বলি,
যারা রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে
অকাতরে শহীদ হয়েছিলো।
আমি আজ তাদের কথা লিখি,
যারা আমার দেশকে বাচাঁতে
নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলো।
আমি খালেদা জিয়া সরকারের শাসন দেখেছি,
দেখিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত
স্বদেশ প্রেম আর দেশের প্রতি টান।
আমি শেখ হাসিনা সরকারের শাসন দেখেছি,
দেখিনি শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর নীতি আদর্শ দিয়ে,
কেড়ে নিতে সমগ্র বাংলার মানুষের মনোপ্রাণ।
স্বচক্ষে দেখিনি শেখ মুজিবুর রহমান কে,
শুনেছি ৭ই মার্চের জ্বালাময়ী সেই ভাষণ।
যেই ভাষণে কেড়ে নিয়েছিলো,
সাত কোটি মানুষের মনের আসন।
দেখার সাধ্য হয়'নি আমার,
বীর উত্তম জিয়াউর রহমানের শাসনামল।
ইতিহাসের পাতায় জেনেছি,
কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষা করেছিলেন দেশের সম্মান।
আমি নির্দলীয়, আমি নিরপেক্ষ,
আমি এ স্বাধীন দেশের সন্তান।
দেশের মানচিত্র বাঁচাতে,
মুক্তিযুদ্ধের সম্মান ধরে রাখতে,
দেশের সার্বভৌমত্ব রক্ষায়,
আমি সর্বদাই জাগরণ।
সর্বোপরি আমি দেশের পক্ষে,
এই আমার পরিচয়।
সোনার এ দেশকে বুকে লালন করি,
এ দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় লড়তে রাজি।
ইতিহাস ব্যঙ্গ করে নয়,
দেশের তরে অকাতরে তাজা রক্ত দেওয়া লক্ষ্য বীর,
সবার অম্লান অবদান স্বীকার করি।