আপসা আপসা পৃথিবীর আলো,
জীবনটা ঝাপসা অন্ধকার।
লক্ষ্যগুলো অমাবস্যার কালো,
তৃষ্ণায় বুক আজ করে হাহাকার।
নিবু নিবু মোমবাতির আলো,
ধোঁয়া ধোঁয়া পুরোটা শহর।
জরাজীর্ণ আজ স্বপ্নের দেয়াল,
নিস্তব্ধ হয়ে গেছে জীবনের সব কোলাহল।
কবর দিয়েছি জীবনের আশা আকাঙ্ক্ষা,
কি ছিলো ভালো কি আর মন্দ।
প্রতিনিয়ত বেসে আসছে কানে,
কলিজা পোড়ার গন্ধ।
ফুটপাতের দুর্গন্ধ শুকেই পাড়ি দিয়েছি অনেক পথ,
একটুখানি স্থায়ী নীড়ের আশায়।
সে স্বপ্নের ঘর বুঝি হলোনা বাঁধা,
তাই অজানায় আজ বাড়িয়েছি চরণ।
জানি না স্থায়ী নিড়ের কোনো ঠিকানা৷
লক্ষ্যহীন পথে তাই দিচ্ছি পাড়ি,
প্রতিরাতে স্বপ্নরা জড়ো হয়ে করে কান্না।
কোথায় গিয়ে দেখবো প্রভাতের সূর্য,
গন্তব্য  কোথায় জানি না৷
অমানিশায় কেটে গেলো জীবনের অর্ধ বছর,
নিজেকে নিয়ে আর ভাবি না।