অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে ধরেছি কলম,
লিখতে চাই শোষিতদের আর্তনাদের কথা।
আরো লিখবো এদেশের মাটি ও মানুষের কথা,
যত দিন এ দেহে শক্তি দেন আমায় বিধাতা।
যে আসবে আমার কলম চেপে ধরতে,
মটকাবো ঘাঁড়,চেপে ধরবো তার মাথা।
লক্ষ বীরের দেশে হুশিয়ার সাবধান,
আজো আছো যারা,ভিনদেশীদের পা চাটা।
শিরায় শিরায় দেখি আজ দুর্নীতি শিক্ষিত কি মুর্খ,
সঙ্কল্পিত দেশের সংবিধান নিজ স্বার্থেই করে ভঙ্গ।
৫৩ বছর পরেও লজ্জিত এ জাতি লঙ্ঘিত স্বাধীনতা,
আইন কি তাদের দখলে আজও,দেশদ্রোহী রাজাকার যারা?
ভাষার তরে স্বাধীনতার তরে হাজারো বীর ছেড়েছে বাড়ি,
আজো ফিরে আসেনি মায়ের কোলে।
খাঁ খাঁ করে আজো সেই মায়ের শূন্য কোল্
দাঁড়িয়ে কাঁদে মা খোকা খোকা বলে।
এ দেশের তরে হাজারো বীর হারিয়েছে প্রাণ,
হারিয়েছে মান হাজারো বীরাঙ্গনা।
এ আমার তাজা রক্তে কেনা জন্মভূমি,
প্রান থাকতে ছাড়বোনা তার এক বিন্দু কণা।