পৃথিবীর সব পাহাড়ের উদারতায় হবেনা,
তোমার স্নেহের এক বিন্দু কণা।
পৃথিবীর সব মহা সাগরের বিশালতা,
তোমার আদরের কাছে কিছুই না।
আস্থায় বিশ্বাসে তুমিই আমার পৃথিবী,
আমার সৌরজগত বলতে তোমাকেই বুঝি।
তোমার ইশারায় আমি ডুবে যাই,
তোমার ডাকেই আবার ভেসে উঠি।
ওগো মা আমার মা জননী।  
তোমার কোলের স্নিগ্ধ শান্তি আমি কোথায় পাবো মা।
তোমার কোলের গন্ধ ছেড়ে আমি কোথায় যাবো মা৷

প্রায় রজনী ১২কিংবা ১টার কাছাকাছি,
আমি ফিরে আসি বাড়ি।
তন্দ্রায় জাপসা দুটো আঁখি তবু নিন্দ্রা নেই চোখে।
দরজার পাশে দাঁড়িয়ে তুমি,
আমার আগমনের প্রহর গুনছো।
দরজা খুলো বলার আগেই দেখি
দরজা খুলে দাঁড়িয়ে আছো,
এতক্ষণ কোথায় ছিলাম বলে৷
ওগো মা আমার গর্ভধারিণী।
তোমার কোলের স্নিগ্ধ শান্তি আমি কোথায় পাবো মা।
তোমার কোলের গন্ধ ছেড়ে আমি কোথায় যাবো মা।

একটু খানি সর্দি-জ্বর হলে পরে,
চারিদিকে কত ছোটাছুটি।
খাবার এনে মুখে তুলে দাও
সোনামণি একটুখানি খাও না বলি।
শিয়রের পাশে জেগে থাকো সারারাত।
মাথায় জল-পট্টি দিয়ে বসে বসে
ইশ্বর আল্লাহ বিধাতা ডাকো
নিঃশ্বাসে হাজার বার।
ওগো মা আমার রক্তাম্বর জননী।
তোমার কোলের স্নিগ্ধ শান্তি আমি কোথায় পাবো মা।
তোমার কোলের গন্ধ ছেড়ে আমি কোথায় যাবো মা।