কিশোর থেকে একধাপ এগিয়ে যৌবনে পদার্পণ,
আমি তখন স্বপ্ন বিলাসী মাঝ বয়সী আমার মন।
মাধ্যমিকের শেষ সময়ে, কোন এক অপরাহৃে,
দেখেছিলাম তোমায় বারান্দার দূর প্রান্তে দাঁড়িয়ে,
পুরো দেহ পর্দায় ঢাকা,শুধু দুটি আঁখি ছলছল।
আমি অদূরে দাঁড়িয়ে দেখি আর মনে মনে ভাবি,
প্রকৃতির সব রঙে সাজালেন বিধি ঐ দুটি আঁখি।
ক্লাসের ওপাশটায় বসতে তুমি
আমি হারিয়ে যেতাম মুগ্ধতায়,
দশটার ক্লাস আমি নিয়মিত চলে আসতাম
ঠিক আট টায়।
কালো কাজলে আভ্রু মেখে আসতে তুমি
পায়ে আলতা পরে,
এক নিমিষেই ঋণী হয়ে গেলাম তোমার
মুচকি হাঁসির প্রেমে।
রাঙা দু'পায়ের পাতার উপরিভাগে,
চিমটি পরিমান থাকতো খালী।
বারবার ভাবি মনে যদি তুমি বুজতে,
আমার না বলা সব অনুভূতি!
তোমার চোখের চাহনিতে আমায় যদি
দেখতে একটুখানি!
সব কোলাহল ছেড়ে দিয়ে তোমায় নিয়ে
হতাম সন্ন্যাসী।
একটুখানি সন্দেহ করে ঠিক অপরপ্রান্তে বসতে তুমি,
আমার থেকে নিজেকে আড়াল করে।
আমি বর্ষায় ভেজা শেওলা পড়া সানসাইট পাড়ি দিতাম,
তোমায় কাছ থেকে একটুখানি দেখবো বলে।
বলি বলি করেও কভু হয়নি বলা,
তোমায় ভীষণ ভালোবাসি,
তুমি আমার প্রথম দেখা গন্ধরাজ ,
কামিনী আর পদ্মাবতী।
বলবোনা কিছু শেষে ভেবেই নিলাম,
মুখের উপর না বলে দাও যদি।
নিজ থেকে মনে মনে বেসে যাবো ভালো,
তোমার থেকে হোকনা সে ফাঁকি।
ফরহাদ,রেদোয়ান,তারেক,আকবর,হারুন,সুজন,
শাহাদাত সহ ছিলো শতকখানী সহপাঠী।
ভালোবাসতো তখনো আমায় অনেক বেশি,
ঠিক তেমনিই বাসে আজ অবধি।
আনমনা হয়ে থাকতাম যখন হয়ে ভীষণ একাকি।
আরজি নিয়ে চলে আসতো সবাই,
কিছু একটা হচ্ছে মনে হয়,বলো সত্য নাকি?
আবোল তাবোল হ য ব র ল বলতাম তাদের,
দিয়ে মুচকি হাঁসি।
শত চেষ্টা করেও শেষে বন্ধুদের চোখ
দিতে পারিনিকো ফাঁকি।
হয়ে গেলো কানাকানি তারপর মাতামাতি,
আমায় নিয়ে হইচই পুরো ক্লাসটা জুড়ে।
হয়নি কিছুই তবু রটিয়ে দিলো সবই,
আমার কারনে জানি তুমিও গেলে ফেঁসে।
দেখতে দেখতে কত কিছু হলো,
হয়ে গেলো মাধ্যমিকেরও সমাপ্তি,
সব স্মৃতি জড়িয়ে এক প্রান্তে এসেছি আমি,
অন্য প্রান্তে তুমি উড়াও আজ মুক্ত ঘুড়ি৷
রাত নিশি হলে আজো স্মৃতি গুলো কামড়ে ধরে,
কোথায় হারিয়ে গেলো সেই সোনালী দিনগুলি।
ক্লাস শেষে একসাথে গল্প আড্ডায় মাতিয়ে থাকতাম,
আনন্দের ভাগাভাগিতে করতাম হাজারো খুনসুটি।
কল্পনার গল্পের মত আবির্ভাব হয়েছিলো তোমার,
এই জীবনে আর পাওয়া হবেনা বুঝি৷
তবু আজো বিষন্ন মনে ব্যকুল হয়ে,
বারবার তোমার সান্নিধ্যের সে ছায়া খুজি৷
কাতরানো সব স্মৃতি নিয়ে গত হয়ে গেলো
আমার প্রেমের অবসান।
তুমি ছিলে আমার প্রথম দেখা কল্পনার রানী,
স্বপ্নের মারজাহান।
#_নিদ্রাহীন_কবি