আমি তোমাতেই বিভোর, তোমাতেই আসক্ত।
এ জীবনের সব কবিতার চরণ জুড়েই তুমি।
তোমার ভালোবাসায় সিক্ত,গৌরবান্বিত আমি।
তোমার উৎকন্ঠা চাহনি,মায়াবী মৃদু হাঁসি,
তোমার স্নেহান্ধ অনুরাগ, মধুর শাসন।
সামান্যতেই অভিমান,একটু পরেই সমাধান,
এ যেনো এক বিশুদ্ধ ভালোবাসার প্রমাণ।
তোমার এক্সট্রা কেয়ার,আমার খুব ভালো লাগে।
ওহে আমার অর্ধাঙ্গিনী....
উত্তাপে পুড়ে যাওয়া খরা গ্রীষ্মের আকাশে,
শ্রাবণের বারিধারা বয়ে তুমি এলে৷
আমার এ ক্ষয়ে যাওয়া শুকনো মরুভূমিতে,
তুমি এলে বুঝি স্বর্গোদ্যান হয়ে।
আমার সব আরাধনায় জ্বলজ্বল তোমার সুরভী,
তোমার সান্নিধ্যে প্রস্ফুটিত আমার পৃথিবী।
আমার অতীত কে মেনে নিয়ে,বর্তমান কে সাজালে,
ভবিষ্যতের কল্পনার সঙ্গী ও তোমাকেই ভাবি।
ওহে আমার অর্ধাঙ্গিনী...
এলোমেলো জীবনটাকে তুমি এসে গোছালে,
নিজের প্রতি যত্নশীল হতে,আমায় তুমি শেখালে।
আমার ব্যার্থতায়,শত হাজার ব্যস্ততায়,
তোমার মৃদু সান্ত্বনা যেনো এক সমীকরণ।
এমন মায়াবী স্নিগ্ধতায়, আর পরম উষ্ণতায়,
জড়িয়ে রেখো আমায় অনন্ত জীবন।
আমি উল্লাসিত, উদ্ভাসিত, তোমায় পেয়ে।
তোমার পরশে সর্গ সুখ,তোমার বিরহে ক্লান্তি।
ওহে আমার অর্ধাঙ্গিনী..।