কেটে গেছে চোট্ট এ জীবনের অর্ধ যুগ,
চলে গেছো তুমি দূর বহুদূর৷
নিভৃতে সব রজনী শেষে ভেজা চুল নিয়ে,
দেখো প্রতিটি রঙিন ভোর।
এখন আর ভিজিনা ভোরে, দেখিনা স্বপ্ন
হাঁসি না কোনো রোদ্দুরে।
নিশ্চুপ হয়ে পড়ে আছি আগের মত করে,
জড়াতে চাইনা স্বপ্নের ঘোরে।
বিলীন হয়ে গেছে যত্নে কুড়ানো সব সুখ,
নিভৃতে যা আগে ছিলো খুব।
নতুন রঙে রাঙ্গিয়ে তুমি নতুন স্বপ্নে মাতিয়ে,
সব স্মৃতি ভূলে হয়েছো নিশ্চুপ।
জানি সব অমলিন স্মৃতিগুলো পায়ে পিশে,
বদলে গেছো আজ পুরোটাই৷
প্রতিনিয়তই এখন সুখের হাওয়া উঁকি দেয়,
তোমার জানালায়।
আঁচল বিছিয়ে তুমি জ্যোৎস্নাময় রাত দেখো,
আজো প্রতি নিশী।
কারো বুকে মাথা রেখে অবিরাম দিয়ে যাও,
ঠোঁটে অট্টহাঁসি।
আমার প্রতিটি রজনী যেনো কাটে আজও,
ঘোর অন্ধকারে ভরা৷
এলোমেলো আর বিদখুটে হয়ে গেছে সব ,
অগোছালো জীবনের ছড়া।
কত হাঁসি আর আনন্দে মাতিয়েছিলে তুমি
আজ কেনো দূর বহু দূর।
ক্ষনে ক্ষনে কেবল মনে বেজে ওঠে আজো,
সেই স্মৃতি বেদনা বিদুর।
তবু বেঁচে আছি আজও বাসা বেঁধে বুকে,
নতুন ভোরের আশায়৷
ফিরে কভু আসো যদি তুমি রোদ পোহাবো,
সেদিন স্নিগ্ধ সকালবেলায়।
সব মোহ কেটে গেলে তুমিও বুঝবে একদিন,
একাকী ভোরের কতো জ্বালা।
আনন্দে মাতিয়ে আজ যত পারো হেঁসে নাও,
আসবে তোমারও কাঁন্নার পালা।
নিদ্রাহীন_কবি