চালের দাম বেড়ে গেছে,তেলের দাম বেড়ে গেছে,
সুদের কারবার ঘরে ঘরে, ধার প্রথা উঠে গেছে।
বলার ভাষা নাই,
ভাগ্যে মোদের আগুন লাগছে,
মধ্যবিত্ত আমরা যারা ভাই।
এতো কিছু সহ্য করার ধৈর্য কোথায় পাই।
লোডশেডিং দিবারাতি,বন্ধ থাকে ফ্যান বাতি।
গরমে যায় জানটা পুড়ে,সারা দেহে ঘাম ঝরে।
দেখার কেউ নাই,
ভাগ্যে মোদের আগুন লাগছে,
মধ্যবিত্ত আমরা যারা ভাই।
এতো কিছু সহ্য করার ধৈর্য কোথায় পাই।
বাড়ি বাড়া বেড়ে গেছে ,গাড়ি ভাড়া বেড়ে গেছে।
শিক্ষিত আজ ঘরে ঘরে,চাকরির বাজার কান্না করে।
বেতন বাড়ে নাই,
ভাগ্যে মোদের আগুন লাগছে,
মধ্যবিত্ত আমরা যারা ভাই।
এতো কিছু সহ্য করার ধৈর্য কোথায় পাই।