যদি কারো জন্য কিছু করতে চাও,
তবে বেঁচে থাকতেই করিও।
মানুষ টা যদি মরেই যায়, তার জন্যে
টাকা খরচ করে কি লাভ।
পারলে বেঁচে থাকতেই দু'কাপ চায়ে
গলা ভিজিয়ে আড্ডা দিও।
যতক্ষণ না আবার চায়ের তেষ্টা পাবে,
ততক্ষণ পর্যন্ত না হয় আড্ডা দিও।
এমবি খরচ করে, বিশাল বিশাল ভাষন দিয়ে
মটিবেসনাল পোস্ট লেখার দরকার আছে কি !!
দরকার নাই........।।
বেঁচে থাকতে যার পা দুইটা কাদায় আটকে গেছে,
তার হাত দুইটা তোমার কাঁধে ভর দিয়ে উঠতে দিও।
মাঝরাতে গুমানোর আগে প্রিয় মানুষটার
মন খারাপের একটু খোঁজ নিও।
অন্ধকারে ব্যথিতদের আর্তনাদ শুনতে যেও,
আর কিছু না হোক অন্তত একটু সান্ত্বনা দিও।
আড্ডায় দূর্বল বন্ধুকে একটু বেশিই মুল্যয়ন করিও,
তার কথাগুলো মন দিয়ে শুনিও।
লক্ষ টাকা দিয়ে কি আর মানুষকে খুশি রাখা যায়!!
যায় না........।।
মানুষ মরে গেলে হাঁসেওনা কাঁন্দেও না,
আবেগ ভালোবাসা কিছু দেখেওনা!
কারন তখন তার দেহের ভিতর আর প্রান থাকেনা।
তখন তার আশা আকাঙ্ক্ষা নেই, কিছু চাওয়ার ও নেই।
ভালো মন্দ কিছুই বুঝতে পারেনা।
তখন তাকে মিথ্যে মায়া দেখিয়ে
তার জন্য মায়া কান্না করে কি লাভ!!
কোনো লাভ নাই...।
তাই.......…..
যা করার বেঁচে থাকতেই করিও।