যে খানেই যাই আর যত দূরেই থাকি।
সব ক্লান্তি শেষে মা'গো,
একটু স্বস্তির নিঃশ্বাস নিতে,
তোমার ছায়াতলেই ফিরে আসি।
আমার স্বর্গ আমার বেহেস্ত,
তোমার মুখের মায়াবী মৃদু হাঁসি।
এই জীবনের সবটুকু অর্জন দিয়ে,
মুছে দিতে চাই তোমার ও চরণধূলি।
বিস্বাদের অভয়ারণ্যে ভুগছি যবে,
মাথায় বুলিয়ে হাত,দিয়েছিলে স্বস্তির আশ্বাস।
বিশ্বাসের সবটা জুড়ে তুমি ছিলে,
তোমার কোলেই ফেলেছি আমার দীর্ঘশ্বাস।
চতুর্দিকে বিমুখ হয়ে এক আকাশ
হতাশার ভিড়ে যবে ফিরেছি নীড়ে।
তুমি একটু অনড়ে আমায় বলছো ডেকে
খোকা এতো ভয় পাও কিসে?
মানুষের কটু কথায়, আর চরম অবহেলায়
যখন আমি সীমাতিক্রান্ত প্রায়,
সব যান্ত্রিকতা শেষে একটুখানি সান্ত্বনা পাই
তোমার অকুতোভয় প্রেরণায়।
তুমি পরমাদর্শ আর শ্রেষ্ঠবস্তু,
আমার সব পূর্ণতার মান।
দয়াময়ের অপার কৃপায় পেয়েছি তোমায়,
আমার জন্য তুমি তার শ্রেষ্ঠ দান।